• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পূর্ণ ভোটের দাবী -স্বতন্ত্র প্রার্থীর 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৮:১৪ পিএম;
লক্ষ্মীপুরে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পূর্ণ ভোটের দাবী -স্বতন্ত্র প্রার্থীর 
লক্ষ্মীপুরে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পূর্ণ ভোটের দাবী -স্বতন্ত্র প্রার্থীর 

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি: জেলার রায়পুর উপজেলার ৭নং ভামনী ইউপি নির্বাচনে এজেন্টদের বের করে কেন্দ্রে দখল, অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে পূর্ণরায় ভোটের দাবী করেছেন স্বতন্ত্র চেয়ারমান প্রার্থী মঞ্জুরুল কবির বিএসসি। মঙ্গলবার বিকাল ৩টায়, স্থানীয় একটি সংবাদ পত্রের কার্যালয়ে সংবাদ সন্মেলনে তিনি এ দাবী করেন। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মঞ্জুরুল কবির আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদন্ধিতা করেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ববস্থা করবেন। কিন্তু তা হয়নি। নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। ৭নং ওয়ার্ডে (সাইছা আল আমিন সরকারী প্রাথমিক বিদ্যারয়) কেন্দ্র দখল করে নৌকা প্রতিকে সিলমেরে বাক্স ভর্তি করা হয়েছিল। এসময় আমার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। বার বার অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। 
৭নং ওয়ার্ড কেন্দ্রে মোট ভোটার ২হাজার ৪শ’ পনের জন। ১হাজার ৯শত জন ভোটার ভোট প্রদান করে দেখানো হয়। যা মোট ভোটের প্রায় ৯০% অথচ অন্য সকর কেন্দ্রে মাত্র ৫৮% ভোট পড়ে। এর মধ্যে ১হাজার ৭শত চুরাশি ভোট দেখানো হয় নৌকা প্রতিকের। প্রশ্ন তৈরী হয় তখন, যখন গনণার পর দেখা যায় চেয়ারম্যান প্রার্থীদের সকল ব্যালটে সিল মারা থাকলেও মেম্বার প্রার্থীদের প্রয় ৮শত ব্যালটে কোন সিল নেই। ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের যোগসাজসে এমন জালিয়াতি হয় বলে জানান তিনি। ষড়যন্ত্র করে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনে কোন প্রতিকার না পেলে আদালতে যাওয়ার ঘোষনাও দেন তিনি।.

.

ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি:

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ